মো. হৃদয় খান: আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ প্রার্থী। আজ বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেন।
এবার নরসিংদী-২ (পলাশ) আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ প্রার্থী। তারা হলেন, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির মিশু, ইঞ্জিনিয়ার মহসিন আহম্মেদ, ইঞ্জিনিয়ার সাবিকুন্নাহার উর্মি।
জাসদ থেকে জায়েদুল কবির, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে মাওলানা আরিফুল হক, জাতীয় পার্টি থেকে আজম খান, যুক্ত ফ্রন্ট থেকে দেলোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।