মো. হৃদয় খান: নরসিংদী মানবসেবা সংগঠনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নরসিংদীর আলোকবালী ইউনিয়নের কাজিরকান্দী আদর্শ একাডেমীতে এই ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

কাজিরকান্দী আদর্শ একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সামছুর রহমানের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং এর উদ্বোধন করেন নরসিংদী মানবসেবা সংগঠনের সভাপতি রায়হান উদ্দিন মোল্লা (সুমন)।

এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট এর চিকিৎসক ডাঃ দেবাশীষ দে, ডাঃ রাজু, ডাঃ তানজিলসহ নরসিংদী মানবসেবা সংগঠনের সকল সদস্যবৃন্দ, কাজিরকান্দী আদর্শ একাডেমীর শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী।

‘নরসিংদী মানবসেবা সংগঠন’কে ধন্যবাদ জানিয়ে অতিথি ও এলাকাবাসীরা বলেন, ‘এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। আজ নরসিংদী মানবসেবা সংগঠন এই অঞ্চলের তরুণদের সামনে এক বড় ধরনের উদাহরণ সৃষ্টি করে গেলো। এমন স্বেচ্ছাসেবী সংগঠন আরো সৃষ্টি হলে এলাকার মানুষ আরো বেশী উপকৃত হবে। তাদেরকে অনুসরণ করে ভবিষ্যতেও তরুণরা এমন মহৎ উদ্যোগ আরও বেশি বেশি গ্রহন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

নরসিংদী মানবসেবা সংগঠনের সভাপতি রায়হান উদ্দিন মোল্লা সুমন বলেন, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি করাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্যে। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা এলাকার মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। তারা সাথে থাকলে আমরা ভবিষ্যতেও এমন উদ্যোগ গ্রহন করতে উৎসাহ পাব। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা প্রায় ৪ শত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও রক্ত পরীক্ষার সেবা দিতে পেরেছি।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *