বিজয় র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বুধবার পালিত হয়েছে নরসিংদী হানাদার মুক্ত দিবস।
দিবসটি উপলক্ষে জেলা সার্কিট হাউজের সামনে ডিসি সৈয়দা ফারহানা কাউনাইন ‘যূথবদ্ধ: সংগ্রামে-শান্তিতে-সৃষ্টিতে’ নামের মুক্তিযুদ্ধের একটি ভাস্কর্য উদ্বোধন করেন। পরে সেখান থেকে বিজয় র্যালি বের করা হয়।নরসিংদীর ডিসি সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার প্রয়াসেই যূথবদ্ধ- সংগ্রামে-শান্তিতে-সৃষ্টিতে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। এ ভাস্কযের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে নারী মুক্তিযোদ্ধাদের অবদানের কথাও ফুটিয়ে তোলা হয়েছে।এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূইয়া, এসপি মো. মিরাজ উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালিব পাঠান, অতিরিক্ত ডিসি সাইফুল ইসলাম, আবদুল আউয়াল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা, অতিরিক্ত এসপি জাকির হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।র্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে জেলার কয়েকশ মুক্তিযোদ্ধার পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সুশীল সমাজের ব্যক্তি ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।
এখানে কমেন্ট করুন: