নরসিংদীর শিবপুরে গতকাল বুধবার পলাশ উপজেলার গুচ্চ(আদর্শ) গ্রামের তাজু মিয়ার ছেলে পারভেজ (২৮) নিখোজের আড়াই মাস পর কঙ্কাল উদ্ধার করে শিবপুর মডেল থানা পুলিশ। সূত্রে জানা যায় নিহত পারভেজ, সুমন, রাসেল, সেলিম, জালাল ও বদুসহ ১০/১২জনের একটি সংঘবদ্ধ ডাকাত দলের চক্র রয়েছে। তারা আন্তজিলা ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতির মালামাল ভাগভাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে পারভেজের সাথে দন্ধের সৃষ্টি হয়। এরই আলোকে পারভেজের দলের লোকজন তাকে অপহরণের পর হত্যা করছে বলে জানা যায়। গত বছর ৭ অক্টোবর পারভেজ নিখোজ হয়। এর এক মাসপর শিবপুর মডেল থানায় একটি অপহরণ মামলা হয় মামলা নং ১০(১১)১৮ধারা ৩৬৪/৩৬৫। মামলা তদন্তকারী কর্মমর্তা এসআই মনির হোসেন ডাকাত সুমন (বাবু), রাসেল ও সেলিমকে গ্রেফতার করে। সুমন ওরফে বাবুর ১৬৪ধারায় স্বীকারউক্তি মোতাবেক গতকাল সকালে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার আমলাপাড়া থেকে পলাশ উপজেলার নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে কুখ্যাত ডাকাত জালাল কে আটক করে তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন, এসআই রফিক ও এ এসআই আওলাদ হোসেন। পরে জালাল ও বদুর তথ্য মতে গতকাল সকালে পলাশ উপজেলার দড়িচর গ্রামের একটি আখক্ষেতের ভিতর থেকে পারভেজের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। পারভেজের পারিবারের লোকজন কঙ্কালের পাশে থাকা জামাকাপড় দেখে কঙ্কালটি পারভেজের বলে ধারণা করে। পারভেজের কঙ্কালটি সনাক্ত করার জন্য ডিএনএ পরিক্ষার জন্য প্রেরণ করা হয়।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যাত স্বীকার করে বলেন হত্যার সাথে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।