মো. হৃদয় খান: নরসিংদী জেলাকে কৃষি এবং শিল্পে স্বয়ংসম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

শুক্রবার দুপুরে নরসিংদী সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক মোহন, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, জেলা যুবলীগের সাধারন সম্পাদক শামীম নেওয়াজসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শিল্পমন্ত্রী বলেন, নরসিংদীকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করা হবে ও নতুন নতুন শিল্প কারখানা তৈরি করে বেকারত্ব দূর করা হবে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এমন অবস্থায় দেশকে অস্থিতিশীল করতে স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত থেমে নেই। তাদের সঙ্গে যোগ দিয়েছে বিএনপিও। মানবতাবিরোধী অপরাধীদের বিচার ইস্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পাকিস্তানের মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করছেন। দেশের ও মানুষের উন্নয়নে আওয়ামী লীগ কাজ করছে। সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে আওয়ামী লীগের চেষ্টা অব্যাহত আছে। এ সময় তিনি দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *