স্টাফ রিপোর্টার: পলাশে শীতলক্ষা নদীর তীর দখল করে শিল্প প্রতিষ্ঠানের মালিকগণ যেসকল অবৈধ স্থাপনা গড়ে তুলেছে সেগুলো উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটি।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত অবৈধ স্থাপনায় অভিযান পরিচালনা করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন মন্ত্রণালয়ের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তাগণ। অভিযানে প্রাণ আরএফএলের গ্রুপের কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়।
শীতলক্ষা নদীর পলাশের ডাঙ্গা ইউনিয়নের প্রান্তে প্রায় দুই কিলোমিটার এলাকা দখল করে দেয়াল তৈরি ও স্থাপনা বানিয়েছিল প্রান আরএফএল। সেগুলোকে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযানে পরিচালনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক মোঃ গুলজার আলী, উপ পরিচালক মোঃ শহিদুল্লাহ, সহকারী পরিচালক এহতাসেমুল পারভেজ, মোঃ শাহ আলম।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান উপস্থিত সাংবাদিকদের জানান , হাইকোর্টের নির্দেশে ঢাকার চারটি নদীর দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। নদীগুলোকে দখন মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।