দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর রিপোর্টার ক্লাবে এসে সংবাদ সম্মেলন করেছেন লক্ষিপুর হতে তালবাড়ীয়া পর্যন্ত রাস্তার ধারে বনায়ন সমিতি’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল্লাহ। ২৪ জানুয়ারী বৃহম্পতিবার সকাল ১১টায় তিনি লিখিত বক্তব্যে জানান গত ২৩.০১.২০১৯ তারিখ এলাকার কুচক্রী মহল মিথা তথ্য ছড়ায়ে বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার গুজব ও ভিন্ন দলীয় কর্মী বানিয়ে মিথ্যা খবর প্রচার করেছে। যা আমার মান সম্মানের প্রতি আঘাত করে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে, আমি সংবাদ সম্মেলন করে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি এক প্রশ্নের জবাবে বলে- প্রতি বছর বনায়ন এলাকায় কিছু নষ্ট গাছ, ডাল-পালা কেটে গাছেকে আরো সুন্দর করে রাখা হয়, যা সকলের সাথে পরামর্শ ও রেজুলেশন করে করা হয়, বিষয় আমার একার নয়, এবং উক্ত উচ্ছিষ্ট অংশ বিক্রি করে লেবার ও পাহারা খরচ দেওয়া হয়। কুচক্রী মহল ডাল-পালা কাটা দেখে মিথ্যা অপবাদ ছড়িয়েছে, আমি এবং আমার সমিতির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করছি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক আড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মহাফুজুল হক, বনায়ন সমিতির সদস্য আমজাদ হোসেন, রেফায়েতপুর ইউনিয়নের সাবেক মেম্বর সাহাজুল ইসলামসহ এলাকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।