ডেটিংয়ে ডেকে বয়ফ্রেন্ডের উপুর্যুপরি ধর্ষণে ছাত্রী অজ্ঞান হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।
গাজীপুর সিটির পূবাইল থানা জিএমপির তালটিয়া এলাকায় ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে পূবাইল থানায় মামলা করেছেন। অভিযুক্ত বয়ফ্রেন্ড সুজন কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারির সথিপুরি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি তালটিয়া এলাকার সাজ্জাদ হোসেনের বাড়িতে ভাড়া থাকেন।
ভিকটিমের মা অভিযোগ করেন, সুজন পাশের একটি বাসায় ভাড়া থেকে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে পূবাইল থানা এলাকায় কাজ করেন। সে আমার মেয়েকে তার বাসায় ফুঁসলিয়ে নিয়ে গত ১৮ জানুয়ারি উপুর্যপরি ধর্ষণ করে।
পরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে আমার মেয়েকে সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করি।
এ ব্যাপারে পূবাইল থানার ওসি নাজমুল হক ভূইয়া বলেন ধর্ষণের অভিযোগে সুজনকে আটক করা হয়েছে। সে ঘটনার কথা স্বীকার করেছে বলেও উল্লেখ করে পুলিশ।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়