প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১০:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০১৯, ১০:৪০ এ.এম
নরসিংদী সদর উপজেলা নির্বাচন: জনমত জরিপে এগিয়ে আ.লীগের সফর আলী ভূঁইয়া
স্টাফ রিপোর্টার: আসন্ন নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে জনমত জরিপে এগিয়ে রয়েছেন নৌকা মার্কার প্রার্থী সফর আলী ভূঁইয়া।
নরসিংদী সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। প্রার্থীদের ব্যানার-ফেস্টুনে সয়লাব হয়ে গেছে সদর এলাকা।
জানা যায়, সফর আলী দীর্ঘ ২৯ বছর যাবৎ সততা নিষ্ঠা ও কর্ম দক্ষতার সাথে নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে বারবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। গত একাদশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী সদর আসনে নৌকা মার্কার সমর্থনে এবং দলীয় প্রার্থী সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলামের বিজয় নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করেছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ২৯ বছর দায়িত্ব পালনকালে কোনপ্রকার প্রভাব বিস্তার ও অনিয়ম দুর্নীতির সাথে জড়িত হননি তিনি। প্রাচ্যের ম্যানচেষ্টার মাধবদী বাজার বণিক সমিতির দুইবার নির্বাচিত সহ সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। এছাড়া নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত সদস্য। নরসিংদী জেলা ডাইং মালিক সমিতির সভাপতি এবং বর্তমান উপদেষ্টা হিসেবে সক্রিয় দায়িত্ব পালন করছেন।
নৌকা প্রতীকের প্রার্থী সফর আলী ভূঁইয়া বলেন, আমি ২৯ বছর যাবৎ ত্যাগের রাজনীতি করে আসছি। রাজনীতি করে নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান বড় হয়। আর আমি রাজনীতি করে আমার ব্যবসা প্রতিষ্ঠান শেষ করেছি। মাধবদীতে যখন কোন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় ছিল না, তখন আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান গোল্ডেন ডাইংকে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করেছি। সবসময় নরসিংদীর মানুষের সুখে-সুঃখে কাজ করেছি। তাই আগামী ৩১ তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।
উল্লেখ্য, আগামী ৩১ মার্চ নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
Copyright © 2024 নিউজ সময়.কম. All rights reserved.