মো. হৃদয় খান: জঙ্গি দমন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণসহ বীরত্বপূর্ণ ও সাহসিকতার জন্য বিপিএম পদক পেলেন নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, পিপিএম।
এছাড়াও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) অর্জন করেছেন নরসিংদী ডিবি পুলিশের এস আই আব্দুল গাফফার ও রুপন কুমার সরকার।
আগামী ৪ ফেব্রুয়ারি পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, মিরাজ উদ্দিন আহমেদ বাংলাদেশ পুলিশের বিসিএস ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০০১ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৮ সালের ১৪ নভেম্বর নরসিংদীর পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনি।