মো. হৃদয় খান: নরসিংদী ডিবি পুলিশের এসআই আব্দুল গাফফারকে ২য় বারের মতো পিপিএম ব্যাজ পড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ ২০১৯’ অনুষ্ঠানে এস আই গাফফারকে ২য় বারের মতো প্রেসিডেন্ট পুলিশ মেডেল নিজ হাতে পরিয়ে দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা কয়েকবারের সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী তাঁকে এ পদক পরিয়ে দেন।
উল্লেখ্য, কর্মক্ষেত্রে বিশেষ অপরাধ দমনে ভুমিকা এবং গুরুত্বপুর্ন মামলা সমুহের সফল উদঘাটন, সর্বোচ্চ অস্ত্র,মাদক উদ্ধার এবং প্রচন্ড ঝুকি ও সাহসিকতার সাথে দায়িত্ব পালনের ধারাবাহিক সাফল্যের প্রেক্ষিতে ২০১৫ ও ২০১৬ সালে জাতীয় পুলিশ সপ্তাহে পরপর দুইবার আইজিপি ব্যাজ এবং ২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক (প্রেসিডেন্ট পুলিশ পদক) পিপিএম সেবা ও ২০১৯ পিপিএম সাহসিকতা পদকে ভূষিত হন এস আই আব্দুল গাফফার। এছাড়াও ২০১৮ ইং সালে রেঞ্জ ডিআইজি অফিসের মাসিক অপরাধ সভায় ঢাকা বিভাগের শ্রেষ্ট এসআই হিসেবে ১ বছরে মোট ০৬ বার পুরস্কার প্রাপ্ত ও অসংখ্যবার নরসিংদী জেলার শ্রেষ্ট অফিসার নির্ধারিত হন তিনি।