মো: শফিকুল ইসলাম মতি: নরসিংদীতে অবৈধভাবে পরিচালনার অভিযোগে তিন ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গত কাল বুধবার সকাল ১০টা থেকে শুরু করে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জেলার সদর ও রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করে অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের ভ্রাম্যমাণ আদালত।

পাশাপাশি এইসব ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০), ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৮ অনুযায়ী অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অপরাধে নরসিংদীর সদর উপজেলার মাধবদীর মেসার্স এসটিসি ব্রিকসকে ৬ লাখ টাকা, মেসার্স অনামী ব্রিকসকে ৯ লাখ টাকা এবং রায়পুরা উপজেলার মেসার্স এমজিবি ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটা ৩ টি পানি দিয়ে আগুন নিভিয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের দায়িতপ্রাপ্ত উপ পরিচালক মো. আখতারুজ্জামান টুকু, পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের পরিদর্শক মির্জা আসাদুল কিবরীয়া ও নমুনা সংগ্রহকারী রাসুল ইয়া বারী কামাল।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০), পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ (সংশোধিত ২০০৭) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে প্রত্যেক জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা প্রদান করা হবে। অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্টের এ অভিযান অব্যাহত থাকবে।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *