মো: শফিকুল ইসলাম মতি নরসিংদী
দুই মাস ১২ দিন পর জামিনে মুক্তি পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলার সভাপতি খায়রুল কবির খোকন। জামিনের আদেশ পৌঁছার পর সোমবার (১১ ফেবুয়ারি) দুপুরে তিনি নরসিংদী জেলা কারাগার থেকে মুক্তি পান।বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গত বছরের ২৯ নভেম্বর আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। ফলে কারাগারে থেকেই জাতীয় নির্বাচনে তিনি অংশ নেন।খোকনের আইনজীবী জানান, গত বছরের ৮ ফেব্রুারি বিস্ফোরক আইনে ও নাশকতার পরিকল্পনার অভিযোগে নরসিংদী সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। প্রথমে সেটিতে নাম না থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের তিন দিন আগে, ২৫ নভেম্বর খোকনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়।তারই জামিন নিতে গেলে খোকনকে কারাগারে পাঠিয়ে দেয় আদালত। পরে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে নরসিংদী ও ঢাকায় আরও সাতটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় বিভিন্ন সময় নরসিংদী ও ঢাকার আদালত এবং সবশেষ গত রবিবার হাইকোর্ট থেকে নাশকতার মামলায় জামিন নেন। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে নরসিংদী জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।