সিরাজগঞ্জে এক বেকারি কারখানার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তারা বলেন
মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ইউরিয়া, স্যাকারিন, সাল্টু ও ক্ষতিকর কাপড়ের রং দিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে করছিল এই বেকারি।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এ আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, মঙ্গলবার দুপুরে শহরের জানপুর ব্যাংকপাড়া এলাকায় হৃদয় বেকারিতে এ অভিযান চালানো হয়। এ সময় ওই বেকারিতে ক্ষতিকর ইউরিয়া, স্যাকারিন, সাল্টু ও কাপড়ের রং দিয়ে বেকারি সামগ্রী উৎপাদন, উৎপাদিত কেক, বিস্কুট ও পাউরুটির মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা এবং বিএসটিআই, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বেকারি সামগ্রী, ইউরিয়া, সাল্টু, স্যাকারিন ও ক্ষতিকর কাপড়ের রং জনসম্মুখে ধবংস করা হয়।

এখানে কমেন্ট করুন: