শিবপুর সংবাদদাতা : নরসিংদীর শিবপুরে কবিরাজির নামে প্রতারণা করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের সৈয়দেরগাঁও গ্রামের মৃত- সামসু উদ্দিনের ছেলে মো. আমান উল্লাহ (৩৬) আধুনিক যুগেও জিনের আছর, জাদুটোনা, অবাধ্যকে বাধ্য করা, বাতের ব্যাথা, অর্শ্বগেজ এবং পুরুষ ও মহিলাদের জটিল ও কঠিন রোগের চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। প্রায় ১০ বছর যাবত এ কাজ করছে বলে জানা যায়।

কবিরাজ আমান উল্লাহ শিবপুর পৌর শহরের বিভিন্ন স্থানে পোস্টারিং করে সহজ-সরল মানুষের দৃষ্টি আকর্ষণ করে রোগীদেরকে তার বাড়িতে নিয়ে যায়। পরে ঝাড়ফুঁক এর মাধ্যমে এবং বিভিন্ন তাবিজ-কবজ দিয়ে রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ইত্তেফাক, ইনকিলাবের বড় বড় সাংবাদিকদের চিকিৎসা করেছি। এ ছাড়াও থানার ওসি, দারোগার চিকিৎসা করেছি। তার মতে উপকারভোগী রোগীদের ঠিকানা বা ফোন নম্বর চাইলে সে দিতে অস্বীকার করেন এবং বলেন, আপনাকে আমি ফোন নম্বর দিব কেন?

কবিরাজি লাইসেন্স আছে কিনা বা লাগে কিনা? এ প্রশ্নের জবাবে আমান উল্লাহ বলেন, আমি কোরআনি তদবির দেই, অতএব আমার লাইসেন্স এর কোনো দরকার নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার বেশ কয়েকজন জানিয়েছেন, তিনি দীর্ঘদিন যাবত কবিরাজির নামে অশিক্ষিত, অর্ধশিক্ষিত ও গরিব অসহায় মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে তারা মনে করেন ‍এলাকাবাসী।

এখানে কমেন্ট করুন: