ষ্টাপ রিপোটার :
গুরুতর অসুস্থ অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নরসিংদী কারাগারে নেয়া হয়েছে। শিমুল বিশ্বাস বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং শ্রমিক নেতা। তাকে এক বছরের বেশী সময় নারায়নগঞ্জ কারাগারে রাখা হয়েছিল। শুক্রবার শিমুল বিশ্বাসের পরিবার-স্বজন ও বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, উচ্চ আদালতের নির্দেশ সত্বেও কারাগারে শামসুর রহমান শিমুল বিশ্বাসের সুচিকিৎসা না দিয়ে হঠাৎ করে বৃহস্পতিবার নারায়নগঞ্জ কারাগার থেকে নরসিংদীতে নেওয়া হয়। ডিভিশনপ্রাপ্ত আসামি হওয়া সত্বেও নরসিংদীতে তাকে সাধারণ কয়েদিদের সঙ্গে রাখা হয়েছে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শিমুল বিশ্বাসের চিকিৎসা নিয়ে কারা কর্তৃপক্ষ ও সরকারের অবহেলায় গভীর অসন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে আদালত কর্তৃক ডিভিশনপ্রাপ্ত শিমুল বিশ্বাসকে নরসিংদীতে গাদাগাদি করে সাধারণ কয়েদিদের সঙ্গে রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার রিজভী সাংবাদিকদের বলেন, ‘শিমুল বিশ্বাস বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী। তিনি দলের কোন পদে নেই। তারপরও তাকে কারাগারে দুর্বিসহ পরিবেশে রেখে সীমাহীন মানসিক নিপীড়ন চালানো হচ্ছে। তার নামে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আদালতে তার মামলার জামিন নিয়ে টালবাহানা করা হচ্ছে। শিমুল বিশ্বাসের প্রস্রাবে সমস্যা, ত্বকে সমস্যা, ডায়াবেটিস বেড়ে গেছে। দুই হাত-পা, চোখ ফুলে গেছে। প্রেসারও হাই। উচ্চ আদালত নির্দেশ দিয়েছে তার সুচিকিৎসার। কিন্তু সরকার তা পরোয়া করছে না। উপরন্তু বিনা চিকিৎসায় কারাগারে ফেলে রেখে শিমুল বিশ্বাসকে হত্যার ষড়যন্ত্র করছে ‘রিজভী অবিলম্বে শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তি দাবি করেন। তার প্রতি সরকারের এহেন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উল্লেখ্য, গত বছরের ৮ ফেব্রুয়ারি বেগম জিয়ার সঙ্গে থাকা শিমুল বিশ্বাসকে আদালত প্রাঙ্গন থেকে পুলিশ গ্রেফতার করে।