প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৪:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০১৯, ৭:৩৮ এ.এম
নরসিংদীতে মাদক ব্যবসায়ী ধরতে গিয়ে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, নারীসহ গুলিবিদ্ধ ৭
মো. হৃদয় খান: নরসিংদীর শিবপুরে মাদক ব্যবসায়ী ধরতে গিয়ে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার রাতে শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ঘাগুটিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন ওই গ্রামের কৃষক আব্দুর রহমান (৪৫), হৃদয় (২২), শরিফ (১৮), কাইয়ুম (৩৮), নারী শ্রমিক রিনা বেগম (২৫)। আরও দুইজনের নাম জানা যায়নি।
আহতদের নরসিংদী সদর হাসপাতাল ও জেলা হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘাগটিয়া গ্রামে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী রহমানকে আটক করা হলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এ সময় উভয়পক্ষে গুলিবিনিমইয়ে এক নারীসহ ৭ জন গুলিবিদ্ধ হন।
তবে গ্রামবাসীর অভিযোগ, পুলিশ একজনকে আটক করে ঘুষের টাকার জন্য দর কষাকষি নিয়ে এলাকাবাসীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় এক নারীসহ ৭ জন গুলিবিদ্ধ হয়ে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
Copyright © 2024 নিউজ সময়.কম. All rights reserved.