প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৪:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০১৯, ৮:৪২ এ.এম
নরসিংদীর ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের বেহাল দশা, দুর্ভোগে যাত্রীরা!
নরসিংদীর ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের বেহাল দশায় সীমাহীন দুর্ভোগের পড়ছে যাত্রী ও চালকেরা। বড় বড় গর্ত আর খানাখন্দের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। এছাড়া ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সড়কটি চারলেনের করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। তবে, জমি অধিগ্রহণ জটিলতায় কারণে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে।
নরসিংদীর পাঁচদোনা থেকে ঘোড়াশাল পর্যন্ত এই সড়কের দৈর্ঘ্য ২১ কিলোমিটার। প্রতিদিন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের গাড়ী চলাচল করে এই সড়ক দিয়ে। দীর্ঘদিন সংস্কার না করায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। আর বেহাল সড়কে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।
এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। দুর্ভোগ কমাতে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।
সড়কটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও ঢাকা-সিলেট মহাসড়কের সাথে সংযুক্ত। চার লেনে উন্নীত করা হবে, কিন্ত জমি অধিগ্রহণ জটিলতায় কাজ শুরু করা যায়নি বলে জানিয়েছেন জেলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার।
এদিকে, ভূমি মন্ত্রণালয়ের কার্যবিবরণী না পাওয়ায় কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। জনদুর্ভোগ কমাতে আগামী বর্ষার আগেই গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কারের দাবি এলাকাবাসীর।
Copyright © 2024 নিউজ সময়.কম. All rights reserved.