নরসিংদীর শিবপুরে মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি মো. মোখলেছকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার ভোর ৫টায় জেলার মাধবদী পৌরসভায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী র্যাব-১১ প্রধান কার্যালয়ের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল কাজী শামশের উদ্দিন এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে জানান।
গ্রেফতার আসামি মো. মোখলেছ একই জেলার শিবপুরের সৃষ্টিগড় এলাকার মৃত চান মিয়ার ছেলে। গ্রেফতারকৃত মোখলেছের বিরুদ্ধে শিবপুর থানায় ডাকাতি, অস্ত্র ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আইনসহ নানা অপরাধে ৬টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল কাজী শামশের উদ্দিন বলেন, ‘গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ১৫ মার্চ মা ও মেয়ে একসঙ্গে ঢাকা থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে বাড়ি ফিরছিল। সন্ধ্যায় বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় নষ্ট হয়ে যায়।
এ সময় ঘটনার মূলহোতা মোখলেছ (৩৬) ও তার সহযোগী দেলোয়ার হোসেন (৩০), শফিক (২৫), বাদল (৪২), বাবু (২৫), মো. আলমগীর (৪০) মা ও মেয়েকে অন্য একটি বাসে উঠিয়ে দেওয়ার কথা বলে সৃষ্টিগড় এলাকার প্রাইম জুটমিলের পরিত্যক্ত একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ সময় মা ও মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে মোখলেছ ও তার সহযোগীরা পালিয়ে যায়।
এ ঘটনায় নির্যাতিতরা গত ১৬ মার্চ শিবপুর থানায় মামলা (নং-১৭, তারিখ ১৬/০৩/২০১৯) করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন ও শফিককে গ্রেফতার করে। এ ঘটনার পর র্যাব ১১-এর একটি বিশেষ দল ওই ঘটনার মূলহোতা মোখলেছসহ অন্য আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। এর পরিপ্রেক্ষিতে সোমবার ভোরে নরসিংদী জেলার মাধবদী পৌর এলাকায় অভিযান চালিয়ে মোখলেছকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে নরসিংদীর শিবপুর থানায় হস্তান্তরসহ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এখানে কমেন্ট করুন: