মো. হৃদয় খান, নরসিংদী:
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির যুগ্ম মখাসচিব খাইরুল কবির খোকনের পক্ষ থেকে ৮ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে চিনিশপুর ইউনিয়ন বিএনপি। রবিবার (৩০ মার্চ) সকালে চিনিশপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করেন সভাপতি আওলাদ হোসেন মোল্লা। এসময় ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিস বিতরণ করা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন ও শিরিন সুলতানার পক্ষ থেকে এই ইউনিয়নের ৮ শতাধিক অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বিএনপি সবসময় মানুষের পাশে থাকে, জনগণের পাশে থাকে, জনগণকে পাশে রাখে।
এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক মো: তানজিল রহমান খান, চিনিশপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো: স্বপন ভূইয়া, চিনিশপুর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম ভূইয়া সহ নেতাকর্মীরা।