ঈদের পর সংসদ নির্বাচনের নিদিষ্ট দিন তারিখ ঘোষণা না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিলেন নরসিংদী জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক ও মনোহরদী-বেলাবো আসনের সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল।
রবিবার বিকালে নরসিংদীর মনোহরদীর হাফিসপুর স্কুল মাঠে কুয়েত প্রবাসী সরদার বকুল সাপোটার্স ফোরামের আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় সরদার সাখাওয়াত হোসেন বলেন, ঈদের পরে অন্তবর্তীকালীন সরকারের কাছে সংসদ নির্বাচনের নিদিষ্ট দিন তারিখের ঘোষণা চাই, না হলে আমরা চরম ভাবে আবারও কঠোর আন্দোলনের মাধ্যমে দিন তারিখ আদায় করে নিবো এবং নির্বাচনের দিকে এগিয়ে যাবো।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ওয়ার্ড থেকে শুরু করে সকল পর্যায়ে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী ও উপহার দেয়া হচ্ছে। বিএনপি সবসময় মানুষের পাশে থাকে।
এসময় আরো উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপি সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মাহমুদ হাসান ফোটন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ। আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, কুয়েত প্রবাসী সরদার বকুল সাপোর্টার্স ফোরামের সভাপতি মো: মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান খোকন, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক আকন্দ।