মো: শফিকুল ইসলাম মতি নরসিংদী :
নরসিংদীর শিবপুরের তেলিয়া ঝাউয়াকান্দি উচ্চ বিদ্যালয়ে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত মাজহার রুল তেলিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে।
তিনি নৌকা প্রার্থীর সমর্থক। প্রিজাইডিং অফিসার মাইনউদ্দিন আব্বাস বলেন, সকাল সোয়া দশটায় কিছু বহিরাগত কেন্দ্রে প্রবেশ করে সহকারী প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারতে থাকে। এসময় উপস্থিত পুলিশ নিরব ভূমিকা পালন করলে নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তারা অসহায় হয়ে পড়েন। খবর পেয়ে বিজিবি সদস্যরা কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় মাজহারুল নামে নৌকার এক সমর্থককে আটক করা হয়। তিনি আরো বলেন, দুর্বৃত্তদের সিল মারা ৭০ থেকে ৮০ টি ব্যালট বাতিল করা হয়েছে। কেন্দ্রের পরিবেশ স্বাভাবিক করে ভোট গ্রহণ শুরু করা হচ্ছে। আবারও কোন অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার বলেন, মাজহারুলকে কেন্দ্রে অনধিকার প্রবেশের কারণে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার প্রস্ততি চলছে।