প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৯:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০১৯, ১০:৫৭ এ.এম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নরসিংদীতে অসহায় মুক্তিযোদ্ধাদের অ্যাম্বুলেন্স প্রদান
মো: শফিকুল ইসলাম মতি : নরসিংদীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মিরাজ উদ্দিন আহমেদ, পুলিশ সুপার বিপিএম, পিপিএম, জেলা পরিষদ, চেয়ারম্যান আলহাজ্ব মতিন ভূইয়া, নরসিংদী সরকারী কলেজ প্রাক্তন অধ্যক্ষ, প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান,।
বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার বলেন, আমার সহধর্মীনীর নানা বিশেষ বিশিষ্ট একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি তার পরিজনকে ত্যাগ করে মুক্তিযুদ্ধাদের সাথে একত্র হয়ে দেশ স্বাধীনের তিনি অবদান রেখেছে। তাই নরসিংদীর মুক্তিযোদ্ধাগন প্রকৃত যুদ্ধাপরাধীদের তালিকা করার অনুরোধ জানান। এসময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালিব পাঠান জাতির শ্রেষ্ঠ স্বন্তানের নামের তালিকা থাকলে থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম।
প্রধান অতিথির কাছে তিনি দাবী জানান, এই জেলায় দীর্ঘদিন যাবত মুক্তিযোদ্ধাদের নির্বাচন হচ্ছে না। তাই নির্বাচন দেওয়ার দেওয়ার অনুরোধ জানান তিনি।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নরসিংদী মুক্তিযোদ্ধাদের অনেক কিছু করার ইচ্ছা আছে তার। যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধার স্বন্তান হিসেবে আজকে আপনাদের সম্মুখে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। যার অবদান মুক্তিযোদ্ধাদের।
তিনি আরও বলেন, নরসিংদী চরাঞ্চলের মানুষের জন্য ১০ টি এম্বুলেন্স এর ব্যবস্থা করা হয়েছে। যা অতি শ্রীঘ্রই এটার সুফল ভোগ করবে চরাঞ্চলের মানুষ। মুক্তিযোদ্ধাদের জন্য নরসিংদী ডায়গনেস্টিক হাসপাতালে ২টি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। তার একটি এম্বুলেন্স আজ থেকে মুক্তিযোদ্ধাদের জন্য ব্যবহার করতে দেওয়া হয়েছে। প্রতিটি মুক্তিযোদ্ধারা বিনামূল্যে জরুরী সেবা পেতে এই এম্বুলেন্সটি ২৪ ঘন্টাই সেবা দিয়ে থাকবে মুক্তিযোদ্ধাদের জন্য।
Copyright © 2024 নিউজ সময়.কম. All rights reserved.