মো. হৃদয় খান: রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার মাটিকাটা রোডে র্যাবের গুলিতে নিহত হয়েছেন নরসিংদীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিক। ২৬ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ১২টায় এ ঘটনা ঘটে। এ সময় র্যাবের এক সদস্যও গুলিবিদ্ধ হোন।
র্যাবের দাবি, নিহত শফিকুল ইসলাম শফিক (২৮) নরসিংদী পুলিশের তালিকাভুক্ত একজন ‘শীর্ষ সন্ত্রাসী’। তার বিরুদ্ধে হত্যার ৩ টি, অস্ত্র আইনে ৪ টি সহ বিভিন্ন অভিযোগে প্রায় ১২ টি মামলা রয়েছে।
নরসিংদীর অপরাধীদের তালিকায় শীর্ষে থাকা শফিকুলের অবস্থান শনাক্ত করে র্যাবের একটি দল তাকে গ্রেফতার করতে গেলে শফিকুলের সহযোগীরা র্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
এতে র্যাবের পক্ষ থেকে পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয় শফিকুল। রাত সোয়া ১টায় ঢাকা মেডিকেল কলেজে গুলিবিদ্ধ শফিকুলকে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
এদিকে এ ঘটনায় সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে র্যাব সদস্যের নাম নুর আলম। বুলেটপ্রুফ জ্যাকেট পরার কারণে গুলি তার বুক ভেদ করতে পারেনি। ঘটনাস্থল থেকে প্রদীপ চন্দ্র ও ফারুক হোসেন নামের শফিকুলের দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব।
এখানে কমেন্ট করুন: