প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০১৯, ৩:৩৯ এ.এম
নরসিংদীতে লোকমান হত্যা মামলার আসামী মোবারক হোসেন মোবা জামিনে মুক্তি
স্টাফ রিপোর্টার: নরসিংদীর জনপ্রিয় পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী মোবারক হোসেন মোবা জামিনে মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার বিকেলে সে নরসিংদী জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বের হয়। শুক্রবার বিকেলে মোবারক হোসেনের পরিবারের পক্ষ থেকে তার এই জামিনের বিষয়টি নিশ্চিত করা হয়।
মোবারক হোসেন মোবা লোকমান হোসেন হত্যাকান্ডের একজন চার্জশীটভুক্ত আসামী। সে দুবাই আওয়ামী যুবলীগের সভাপতি ও নরসিংদী শহর আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ।
জানা যায়, গত বছরের ২৫ অক্টোবর মোবারক হোসেন মোবা দুবাই থেকে বাংলাদেশে আসেন। ৩০ অক্টোবর ঢাকার ডিএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নরসিংদী ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর তাকে লোকমান হত্যা মামলা ও অস্ত্র মামলায় কারাগারে প্রেরণ করা হয়। প্রায় ৫ মাস পর হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর নরসিংদী জেলা কারাগার থেকে বের হয় মোবারক হোসেন মোবা।
উল্লেখ্য, গত ২০১১ সালের ১ নভেম্বর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের ভিতরে দুর্বৃত্তের গুলিতে নিহত হন নরসিংদী পৌরসভার জনপ্রিয় মেয়র লোকমান হোসেন। পরে তার ছোট ভাই বর্তমান মেয়র কামরুজ্জামান কামরুল বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মোবারক হোসেন মোবাকে ৩ নম্বর এজাহারভুক্ত আসামী করা হয়। সেসময় সে দুবাইতে অবস্থান করছিল।
Copyright © 2024 নিউজ সময়.কম. All rights reserved.