মো: শফিকুল ইসলাম মতি নরসিংদী :
নরসিংদী সদর উপজেলায় পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের লক্ষে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ৩১ মার্চ সদর উপজেলায় পরিষদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব সরঞ্জামাদি বিতরণ করেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার।
এ সময় উপস্থিত ছিলেন সদর এসিল্যান্ড নির্বাহী কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসার মেজবাহ উদ্দিনসহ সকল নির্বাহী কর্মকর্তাগণ। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামীকাল ৩১ মার্চ নরসিংদী সদর উপজেলায় সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা নির্বাচন অফিসার মেজবাহ উদ্দিন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ২ জন পুলিশ, ১২ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া র্যাবের ৪টি টহল টিম, ৬ প্লাটুন বিজিবি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রিটের নেতৃত্বে ৪টি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৪টিসহ মোট ৮টি ভ্রাম্যমাণ আদালত তাদের দায়িত্ব পালন করবেন কর্মকর্তারা।