বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে আজ বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো ৭২ ঘণ্টার শ্রমিক ধর্মঘট পালন করছে নরসিংদীর ইউএমসি জুট মিলসের শ্রমিকরা। সকালে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ধর্মঘটে অংশ নেয় তারা।

এ সময় শহরের তরোয়া এলাকায় হযরত কাবুল শাহ নরসিংদী কালেক্টরেট পাবলিক স্কুলের পাশে রেললাইনে আগুন দিয়ে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেসের একটি ট্রেন অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। ট্রেনের অন্তত ৫০টি দরজা-জানালার কাঁচ ভাঙচুর করে তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুপুর সাড়ে ১২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, ‘প্রায় পাঁচ হাজার শ্রমিকের একটি বিক্ষোভ মিছিল তরোয়া এলাকায় লাইনে আগুন দিয়ে ট্রেনটি অবরোধ করে। ট্রেনের কয়েকটি জানালার কাঁচ ভাঙচুর করেছে তারা। আমরা ঘটনার আধঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ৪৫ মিনিটি অবরোধের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’

ইউএমসি জুট মিলের শ্রমিকরা জানান, ইতিপূর্বে বহুবার মাসব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে সরকারকে দ্রুত শ্রমিকদের ন্যায্য চাওয়া মজুরি কমিশনসহ ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭২ ঘণ্টার ধর্মঘট পালন শুরু করা হয়েছে।

ধর্মঘটের অংশ হিসেবেই সড়ক ও রেলপথ অবরোধ করা হয়। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও জানান শ্রমিকরা।

এখানে কমেন্ট করুন: