মো: শফিকুল ইসলাম মতি: নরসিংদীর শিবপুরে প্রতারক আনসার কমেন্ডারের কান্ড। গত উপজেলা নির্বাচনে গ্রামের লোকদের নির্বাচনী ডিউটি দেওয়ার কথাবলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। শিবপুর উপজেলা আশ্রবপুর গ্রামের আবুল কালামের স্ত্রী লিলি বেগম ও ভুক্তভোগীরা এমনটাই জানায়।
একই উপজেলার বাঘাব বিলপাড় গ্রামের আনসার কমেন্ডার আফজাল মিয়া প্রতিবছর বিভিন্ন এলাকার লোক জনের নিকট থেকে ১ হাজার টাকা করে নিয়ে নির্বাচনি ডিউটি দেন। এবছরও বিভিন্ন মহল্লার হত দরিদ্র নারী পুরুষদের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারক আনসার কমেন্ডার আফজল।
লিলি বেগম জানায়, তিনি নিজেই ৪২ জনের নিকট থেকে ১ হাজর টাকা করে উঠিয়ে মোট ৪২ হাজার টাকা আনসার কমেন্ডার আফজালকে দেয়। কিন্তু টাকা নিয়ে কোন লোককেই নির্বাচনী ডিউটি না দিয়ে গা ডাকা দেন তিনি।
পরে লোকজন নিয়ে ওই আনসার কমেন্ডারের বাড়ীতে গেলে প্রথমে টাকা ফেরত দিবে বলে স্বীকার করে আবার তারিখ দিয়ে বাড়ি থেকে উধাও হয়ে যায়।
এই ব্যাপারে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়ালেও কোন কাজ হয়নি। এই ব্যাপারে আনসার কমেন্ডার আফজালের মোবাইলে বারবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি। এসব বিষয়ে উদ্ধর্তন কতৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।
এখানে কমেন্ট করুন: