প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৪:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০১৯, ১০:২৯ এ.এম
নরসিংদীতে ১০ বছর ধরে এলাকাবাসীর চাঁদায় নির্মিত `বাঁশের সাঁকো’ দিয়ে পারাপার!
নরসিংদীর রায়পুরার রাধাগঞ্জে আড়িয়াল খাঁ নদের ওপর সেতু না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন শিবপুর ও রায়পুরা উপজেলার লাখো মানুষ। সেতু না থাকায় শুকনো মৌসুমে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো ও বর্ষা মৌসুমে ছোট নৌকায় নদী পারাপার হতে গিয়ে ঘটে দুর্ঘটনা।
এলাকাবাসী সূত্র জানায়, প্রায় ১০ বছর ধরে এলাকাবাসীর চাঁদায় নির্মিত বাঁশের সাঁকো দিয়ে ওই নদী পারাপার হয় পথচারীরা। প্রতিদিন এ পথে শিবপুর উপজেলা থেকে আসা ও আদিয়াবাদ, যোশর, মরজাল, শিষ্টিঘর, চৈতন্যা, কান্ডাবর ও দড়িপাড়া এলাকাসহ গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। সাঁকোটির পাশেই আদিয়াবাদ বাজার। সেখানে সপ্তাহে শনি ও বুধবার হাট বসে। এ দুদিন দূরদূরান্ত থেকে সবজি নিয়ে এসে কৃষকেরা সাঁকো পার হতে ভোগান্তির শিকার হন। সঙ্গে গুনতে হয় অতিরিক্ত টাকা। বর্ষায় নদে পানি বেড়ে গেলে পারাপার করতে হয় ছোট নৌকায়।
স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিন ধরে স্থানীয়রা এ নদের ওপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলে জনপ্রতিনিধিরা কোনও উদ্যোগ নেননি। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজু সেতু নির্মাণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না।
এলাকাবাসীরা জানায়, ‘সাঁকো ও ছোট নৌকায় শিশুদেরও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। এতে আমাদের দুর্ভোগের শেষ নাই। স্থানীয় সংসদ সদস্য সেতুটি হবে বলে এলাকাবাসীকে আশ্বাস দিয়েছেন।’
নয়াচর উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা জানায়, ‘বর্ষকালে নৌকায় পারপার হতে গিয়ে ক্লাসে পৌঁছাতে দেরি হয়ে যায়। বাঁশের সাঁকোটাও প্রায়ই ভেঙে পড়ে। অনেক সময় মানুষ পড়ে গিয়ে আহত হয়।’
স্থানীয় কৃষক হযরত আলী বলেন, ‘যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আমাদের উৎপাদিত শাক-সবজি বিক্রির জন্য নিয়ে যেতে হয় অন্য এলাকার বাজারে। এতে আমাদের খরচ বেড়ে যায়।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর নরসিংদীর নির্বাহী প্রকৌশলী রায়হান সিদ্দীক বলেন, ‘এখানে (আড়িয়াল খাঁ নদে) একটি সেতু নির্মাণের প্রস্তাবনা প্রক্রিয়াধীন আছে। এরই মধ্যে প্রয়োজনীয় সার্ভে করা হয়েছে, এখন ডিজাইন পাওয়ার পর দরপত্র আহ্বান করা হবে। আশা করছি, সেতুটি নির্মাণ হলে এলাকাবাসীর দুর্ভোগ লাগব হবে।’
Copyright © 2024 নিউজ সময়.কম. All rights reserved.