প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৩:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০১৯, ২:৫৩ পি.এম
নুসরাত হত্যার বিচারের দাবিতে নরসিংদী জেলা মানবসেবা সংঘ’র মানববন্ধন
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নরসিংদী জেলা মানবসেবা সংঘ। আজ বুধবার সকাল ১০ টায় নরসিংদী-ঢাকা সিলেট মহাসড়কের শেখেরচরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নরসিংদী জেলা মানবসেবা সংঘের সভাপতি হাফিজুল হাসান বলেন, নুসরাত হত্যাকান্ডে জড়িতদের ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তাতে সমাজে এ ধরনের অপরাধ আর কেউ করতে সাহস করবে না। এসব অপরাধের বিচার হলে অপরাধপ্রবণতা কমে আসবে।
তিনি আরো বলেন বলেন, এই নির্মম ঘটনায় যারা জড়িত, তাদের অবশ্যই ফাঁসি দিতে হবে। বিশেষ করে সম্প্রতি নারী ও শিশু নির্যাতনের মাত্রা বেড়েছে অনেকাংশে। হরহামেশাই পত্রপত্রিকার পাতায় শিশু ধর্ষণের মতো ঘটনা বাড়তে দেখা যাচ্ছে। সঙ্গে বেড়েছে সামাজিক উদ্বেগ। সরকারকে এখন এর লাগাম টেনে ধরতে হবে। তা না হলে সামাজিক অবক্ষয় রোধ করা যাবে না।
হাফুজুল হাসান দাবি করেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়ন হবে এবং এতে যারা জড়িত থাকবে, তাদের তাৎক্ষণিক অব্যাহতি দিয়ে দৃষ্টান্তমূলক বিচার দিতে হবে। তা না হলে এই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকবে। যে পুলিশ কর্মকর্তা নুসরাতের মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন, তাঁকেও বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।
Copyright © 2024 নিউজ সময়.কম. All rights reserved.