বাজার থেকে মেয়াদোত্তীর্ণ তেল ফিরিয়ে নিয়ে তা পুনরায় বোতলজাত করার দায়ে ভোজ্যতেলের ব্র্যান্ড ‘পুষ্টি’র মালিক পক্ষকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে পুষ্টি সয়াবিন তেলের কারখানা সুপার অয়েল রিফাইনারি লিমিটেডে এ অভিযান চালানো হয় বলে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানিয়েছেন।র‌্যাব ও বিএসটিআই যৌথভাবে এই অভিযান চালায় জানিয়ে তিনি বলেন, সেখানে দেখা যায় বাজারের অবিক্রিত মেয়াদোত্তীর্ণ তেল ফেরত এনে পাইপলাইনে ঢুকিয়ে নতুন করে বোতলজাত করছে, যা সত্যিই অবিশ্বাস্য ও কষ্টকর। তদুপরি কোয়ালিটি কন্ট্রোল ল্যাবের ৮০ ভাগ রাসায়নিক পদার্থ মেয়াদোত্তীর্ণ হয়েছে কয়েক বছর আগে।

এসব কারণে প্রতিষ্ঠানটিকে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান সারওয়ার আলম। রোববার বেলা সাড়ে ১২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ওই কারখানায় অভিযান চালানো হয় বলে জানান তিনি।

এখানে কমেন্ট করুন: