নরসিংদীতে 'পিএস' পলিটিকস চলবে না, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার। বৃহস্পতিবার বিকালে নরসিংদীর পলাশ উপজেলার ফুলবাড়িয়ায় জনজীবন, ভূমি ও পরিবেশ রক্ষায় গণসমাবেশে এ কথা বলেন তিনি।
এসময় সারোয়ার তুষার বলেন, 'নরসিংদীর পলাশে চাঁদাবাজ, মাদক ও লুটপাটের বিরুদ্ধে কথা বললে একটি বিশেষ দলের গায়ে লাগবে কেনো। পিএস নিয়ে কথা বললে একটি বিশেষ দলের গায়ে লাগবে কেনো। তারা আমাকে হুমকি দেয়া শুরু করেছে। আপনারা নব্য আওয়ামীলীগ হওয়ার চেষ্টা করতেছেন। আওয়ামীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগনের সংগ্রাম তরতাজা আছে। আমরা শান্তিতে থাকতে চাই, কোন রকম উত্তেজনা তৈরি করতে চাই না। আমাদের কেউ আক্রমন করতে চাইলে আমরা ছাড় দিয়ে কথা বলবো না।'
তিনি আরও বলেন, সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন প্রয়োজন। যারা নতুন সংবিধান, নতুন গণতান্ত্রিক আইনকে ভয় পায় তারা নির্বাচনকে এড়িয়ে যেতে চাচ্ছে। গায়ের জোড়ে একটি বিশেষ দল এখন সংসদ নির্বাচন চাপিয়ে দিতে চাচ্ছে। কিন্তু জনগন এখন বলছে এই ১৫ বছর ধরে চলা ফ্যাসিবাদ সিস্টেমে তারা ভোট দিতে চায় না।
গণসমাবেশে নূর ইসলাম সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, কৃষিবিদ ফরহাদ মাজহার, জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের সংগঠক এড. শিরিন আক্তার শেলি, মোজাম্মেল হক সরকার সহ স্থানীয় এলাকাবাসী।