প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১০:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০১৯, ১০:০৩ এ.এম
নরসিংদীর পলাশে প্রকাশ্যে প্রবাসীর স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা!
শফিকুল ইসলাম মতি: নরসিংদীর পলাশ উপজেলার গকুলনগর গ্রামে প্রবাসীর স্ত্রী শ্যামলী আক্তারের উপর সন্ত্রাসী হামলা, প্রশাসন নীরব। ঘটনাটি ঘটেছে ১২ মে রোজ রবিবার সকাল ১০ ঘটিকার সময়।
শ্যামলী বেগম ও এলাকাবাসী জানায়, শ্যামলী বেগমের স্বামী মো. কামাল মিয়া বিদেশ মালেশিয়া চলে গেলে ২ টি শিশুসন্তান নিয়ে শ্যামলী বেগম গকুলনগর পিত্রালয়ে বসবাস করতে থাকে। একই এলাকার আলফাজ উদ্দিনের পুত্র মাসুম(৪০), ফজলুল হকের পুত্র সোহেল(৩০), আফাজউদ্দিনের পুত্র রবিন মিয়া, বাবুল মিয়ার পুত্র শিমুল মিয়া শ্যামলী বেগমকে রাস্তাঘাটে একা পেলে প্রায় সময় উত্যক্ত করতো।
শ্যামলী বেগম সন্ত্রাসীদের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত রবিবার বিদেশ থেকে পাঠানো নগদ ২০ হাজার ৪ শত টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় প্রকাশ্যে রাস্তায় শ্যামলী বেগমের উপর হামলা চালিয়ে নগদ টাকা ও গলায় থাকা ২ ভরি ওজনের স্বর্ণের চেইন, একটি মোবাইল সেট ছিনিয়ে নেয়ার সময় শ্যামলী বেগম বাধা দেওয়ায় সন্ত্রাসীরা তাকে অমানসিকভাবে মারপিট করিয়া রাস্তায় ফেলে রাখলে এলাকাবাসী এসে অজ্ঞান অবস্থায় শ্যামলী বেগমকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে এনে ভর্তি করে। বর্তমানে শ্যামলী বেগম নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এরই মধ্যে সন্ত্রাসীরা শ্যামলী বেগম ও তার আত্মীয়স্বজনকে প্রাননাশের হুমকি দিচ্ছে। এ বিষয়ে শ্যামলী বেগম ও তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছে। এসব বিষয়ে উদ্ধতন কর্তৃপক্ষের নজর দেয়া প্রয়োজন।
Copyright © 2024 নিউজ সময়.কম. All rights reserved.