প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০১৯, ১:৪৩ পি.এম
নরসিংদীতে মা-মেয়েকে থানায় আটকে রেখে পুলিশের চাঁদা দাবি, স্বজনদের সংবাদ সম্মেলন
নরসিংদীর বেলাবতে বিনা মামলায় মা ও ৭ম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে রাতের আধারে বাড়ি থেকে তুলে নিয়ে থানায় আটক রেখে ২ লাখ টাকা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে স্বজনেরা। আজ শনিবার দুপুরে নরসিংদী জেলা রিপোর্টার্স ইউনিটি’র কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন স্বজনেরা।
তারা বলেন, বৃদ্ধ মা মাজেদা বেগম ও ৭ম শ্রেণীর ছাত্রী ফাহিমাকে রাতের আধারে বেলার থানার কর্মকর্তা এস আই সেতাব আলী খান সঙ্গীয় ফোর্সসহ বাড়ি থেকে তুলে নিয়ে থানায় নিয়ে যায়। এসময় বাড়িতে ভাংচুর ও নারীদের শ্লীলতাহানি করে বলে অভিযোগ করেন স্বজনেরা। পরে মা ও মেয়েকে থানায় আটকে রেখে ২ লাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দেওয়ায় তাদের উপর অমানসিক নির্যাতন চালায় এস আই সেতাব আলী খান।
এ বিষয়ে নরসিংদী পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে এস আই সেতাব আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
Copyright © 2024 নিউজ সময়.কম. All rights reserved.