প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০১৯, ২:৪৬ পি.এম
নরসিংদীতে `বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্র’সহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
মো. হৃদয় খান: নরসিংদীর পলাশে বিদেশি পিস্তল ও ধারালো আস্ত্রসহ ডাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহার খন্দকার (৫০) কে গ্রেফতার করেছে র্যাব ১১। রবিবার গভীর রাতে উপজেলার ডাংগা ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলিসহ ১টি ভরা ম্যাগজিন, ১টি ধারালো কিরিস, ২টি চাইনিজ কুড়াল, ১ টি হাইসা ও ৫টি রাম দা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আজাহার খন্দকার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ডাংগা গ্রামের মৃত ওয়াজেদ খন্দকারের ছেলে।
র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানায়, আজাহার খন্দকার দীর্ঘদিন ধরে পলাশ থানার ডাংগা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। তার অত্যাচার ও নির্যাতনের ভয়ে সংক্ষুব্ধ জনগণ কথা বলার এবং এর প্রতিকার চাওয়ার সাহস পেতো না। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদাবাজি করত।
এসকল সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ র্যাব-১১ এর একটি বিশেষ দল তার ওপর গোয়েন্দা নজরদারি চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পলাশ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
Copyright © 2024 নিউজ সময়.কম. All rights reserved.