নরসিংদীর রায়পুরায় যুবদলের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন সাগরের নেতৃত্বে সেনা কর্মকর্তা, অধ্যাপক ও বিএনপি নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এসময় বাদল নামে একজনকে কুপিয়ে ও অন্যদের বেধরক মারপিট করা হয়।
এলাকাবাসী জানায়, গত ২৭ এপ্রিল সন্ধ্যা ৭ টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রায়পুরা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন সাগরের নেতৃত্বে সবুজ, খোরশেদ সহ ৩০-৩৫ জন সন্ত্রাসী চাঁনপুর ইউনিয়নের সদাগর কান্দি গ্রামে হামলা চালায়। এসময় তাদের কাছে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিলো। তারা চাঁনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও রায়পুরা উপজেলা বিএনপির সহ সভাপতি মোমেন সরকারের বাড়িতে গিয়ে বাড়ির মূল ফটকে হামলা চালায়। পরে বাদল কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও সোহাগ নামে একজনকে বেধরক মারধর করে। বর্তমানে বাদল মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, এলাকায় বিগত অনেক দিন যাবৎ সাগর ও খোরশেদ গ্রামে নানাভাবে সাধারণ জনগনকে অস্ত্র সস্ত্র নিয়ে মহড়া দেয় ও ভয়ভীতি প্রদর্শন করে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছে। যুবদল ও বিএনপির নাম ভাংগিয়ে মানুষকে ভয় দেখিয়ে নানা অপরাধ মূলক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। বিশেষত খোরশেদ লঞ্চঘাটের ইজারা নিয়ে মানুষের কাছে জোর পূর্বক বেশি টাকা আদায় করে।সাগর চাঁনপুরে চলমান রাস্তা ঘাট নির্মাণ কাজ থেকে অসৎ উদ্দেশ্য সাধনের জন্যে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মোবাইলে লাইভে আসে এবং গোপনে ঠিকাদারকে দেখা করতে বলে।
উল্লেখ্য, মোমেন সরকারের বাড়িটি যৌথ মালিকানাধীন। নোয়াখালী সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির অধ্যাপক ও ডীন জিযাউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের কো অর্ডিনেটর এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সহ প্রচার সম্পাদক ডক্টর জাহাঙ্গীর সরকার, ডক্টর আলমগীর সরকার একই ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রোকুনুজ্জামান সরকার উজ্জ্বল গাজীপুর মহানগর বিএনপির নেতা মোমেন সরকারের আপন ভাই এবং সেনা কর্মকর্তা মেজর মেহেদী হাসান সরকার মোমেন সরকারের আপন ভাতিজা। উনাদের যৌথ মালিকানা র বাড়িটিতে মোমেন সরকার থাকেন আর বাকিরা সকলেই চাকরি ও ব্যবসায়িক কাজে দেশের বিভিন্ন এলাকায় বসবাস করেন মাঝে মাঝে এলাকায় আসলে এই বাড়িতে থাকেন।