সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ হাট রাস্তার পুর্ব পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সোমবার সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। মহাসড়কের পাশে দীর্ঘদিন থেকে অবৈধ ভাবে বসবাসকরে আসছিলেন ঐ এলাকার প্রভাবশালী ব্যক্তিরা বলে অভিযোগ করেন নেকমরদ এলাকার সাধারণ মানুষ।
এমনকি সরকারী জমিতে বসবাস করেও ছোট বড় দোকান ভাড়া হিসেবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে এলাকাবাসীর অভিযোগ। এ সময় অবৈধ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন অমিত কুমার সাহা নির্বাহী ম্যাজিষ্ট্রেট , ঠাকুরগাঁও ও সোহাগ চন্দ্র সাহা , সহকারী কমিশনার (ভূমি) রাণীশংকৈল। সোহাগ চন্দ্র সাহা আমাদের প্রতিনিধিকে বলেন ৬/১৮-১৯ ঠাকুরগাঁও এবং ৪১/১৮-১৯ রাণীশংকৈল আদেশের আওতায় ৪৪৬ দাগের ৬৬শতাংশ , ৪৪৭ দাগের ৫৬ শতাংশ ও ৪৫২ দাগের ১.৩৫ শতাংশ জমিতে অবৈধ্য স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান।