খুলনার ডুমুরিয়া উপজেলার বানিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে এক উপপরিদর্শকের (এসআই) ১২টি গুলিসহ পিস্তল খোয়া গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় দিঘলিয়া থানার এসআই নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহর নেতৃত্বে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গেছে। অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ ও র্যাব।
এসআই নাজমুল হক জানান, দুপুর আড়াইটার দিকে তিনি একটি ব্যাগের ভেতরে গুলিভর্তি পিস্তল রেখে নামাজ পড়তে যান। নামাজ শেষে দেখেন তাঁর ব্যাগ থাকলেও পিস্তল ও গুলি নেই।
পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, এসআই নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অস্ত্র ও গুলি খোয়া যাওয়ার ঘটনায় রাজমিস্ত্রির সহকারী বুলবুল খা ও বিদ্যালয়ের দপ্তরি সঞ্জীব কুমার রাহাকে আটক করা হয়েছে।
খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদের নির্বাচন হয় আজ। সেই নির্বাচনে দায়িত্ব পালন করতে আজ সেখানকার একটি ভোটকেন্দ্রে যান দিঘলিয়া থানার এসআই নাজমুল হক।