বাংলাদেশের বিশ্বকাপ মিশনটা শুরু হয়েছিল দারুণভাবে, দক্ষিণ আফ্রিকার মতো পরাশক্তি দলকে হারিয়ে। মাঝখানে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হার এবং শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল লাল-সবুজের দল। তবে গতকাল মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে  ইতিহাস গড়া জয়ে আবার লাইমলাইটে চলে আসে বাংলাদেশ।

পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তারা দুটি ম্যাচ জিতে, একটিতে পয়েন্ট ভাগাভাগি করেছে। আর দুটি ম্যাচ হেরেছে। সমান ম্যাচে আট পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। চার ম্যাচে সাত পয়েন্ট করে নিয়ে যথাক্রম দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড ও ভারত। চার ম্যাচে  ছয় পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড।  আর চার পয়েন্ট পেয়ে শ্রীলঙ্কার অবস্থান ষষ্ঠ।

তবে গতকালের হারে অনেকটাই আশা শেষ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের। পাঁচ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান আছে যথাক্রমে অষ্টম ও নবম স্থানে।

বাংলাদেশ পরের ম্যাচে লড়বে অস্ট্রেলিয়ার সঙ্গে, ২০ জুন নটিংহামে হবে ম্যাচটি। ২৪ জুন র‍্যাঙ্কিংয়ের নিচের সারির দল আফগানিস্তানের মুখোমুখি হবে তারা।

এরপর ২ জুলাই ভারত। আর গ্রুপপর্বের শেষ ম্যাচ ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে খেলবেন মাশরাফিরা।

বাংলাদেশ যদি এই চার ম্যাচের সবকটিতে জিতে তাহলে আর কোনো সমীকরণেরই প্রয়োজন হবে না। সরাসরি চলে যাবে সেমিফাইনালে।

এমনকি তিন ম্যাচ জিতলেও পয়েন্ট হবে ১১। সেক্ষেত্রেও শেষ চারে খেলার সম্ভাবনা রয়েছে লাল-সবুজের দলের। তখন নিচের কোনো দলেরই বাংলাদেশকে টপকানোর সুযোগ থাকবে না।

আর ওপরের সারির দলগুলো কেউ পয়েন্ট হারালেই সম্ভাবনা আরো উজ্জ্বল হবে বাংলাদেশের।

তবে চার ম্যাচের দুটিতে হারলে সে ক্ষেত্রে সম্ভাবনা খুব বেশি থাকবে না, তবে একেবারেই শেষ হয়ে যাবে সেটাও বলা যাবে না। অনেক যদি কিন্তুর মধ্যেও কিছুটা সম্ভাবনা থাকতে পারে তখন।

তবে বৃষ্টি হলে সব সমীকরণ শেষ হয়ে যাবে। তাই প্রতিটি ম্যাচই এখন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৪১.৩ ওভারে ৩২১ রান তাড়া করে জিতে মাশরাফিদের আত্মবিশ্বাস এখন বেশ ভালো জায়গায় রয়েছে, তাই নটিংহামে পরের ম্যাচে জিতলে অবাক হওয়ার কিছু থাকবে না। পরের সবকটি ম্যাচে সেই আত্মবিশ্বাস যথেষ্টই কাজে আসবে।

দল ম্যাচ জয় হার পরিত্যক্ত পয়েন্ট রানরেট
অস্ট্রেলিয়া .৮৯২
নিউজিল্যান্ড ২.১৬৩
ভারত ১.০২৯
ইংল্যান্ড ১.৫৫৭
বাংলাদেশ -.২৭০
শ্রীলংকা -১.৭৭৮
ওয়েস্ট ইন্ডিজ .২৭২
দক্ষিণ আফ্রিকা -.২০৮
পাকিস্তান -১.৯৩৩
আফগানিস্তান -১.৬৩৮

 

এখানে কমেন্ট করুন: