মো. হৃদয় খান: উন্নয়ন এবং তৃনমূল পর্যায়ে সেবা প্রদানের লক্ষে নরসিংদীর ১৪ টি ইউনিয়নে অভিযোগ ও পরামর্শ বক্স বিতরন করলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী থেকে সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলী। শুক্রবার (২১জুন) বিকালে নরসিংদীর বাসাইলে নিজ বাস ভবনে সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের সচিবদের হাতে অভিযোগ ও পরামর্শ বক্স তুলে দেন তিনি।
এসময় এমপি তামান্না নুসরাত বুবলী জানান, কেউ কোন প্রকার হয়রানীর শিকার হলে অথবা উন্নয়নের স্বার্থে কোনো পরামর্শ থাকলে বক্সে জমা দিবেন। অভিযোগকারীদের পরিচয় গোপন রাখা হবে। আমি তাদের সমস্যা ও পরামর্শ গুলো গুরুত্বসহকারে সমাধানের চেষ্টা করে যাবো।
তিনি আরো বলেন, অনেক সময় এলাকাবাসী তাদের সমস্যার কথা স্থানীয় জনপ্রতিনিধিের কাছে সরাসরি পৌছাতে পারেনা। তাই আমি সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হওয়ার পর নরসিংদীতে নাগরিকদের সমস্যা গুলো সমাধানে অভিযোগ বক্স বিতরণের উদ্যোগ নেই। তারই অংশ হিসেবে আজ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের সচিবদের হাতে এ অভিযোগ ও পরামর্শ বক্স তুলে দিলাম। আশা করি নাগরিকদের যেকোন সমস্যা ও পরামর্শ লিখে এই সব বক্সে জমা দিবেন।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী থেকে সংরক্ষিত আসনে নারী এমপি হিসেবে নির্বাচিত হন জনপ্রিয় প্রয়াত মেয়র লোকমানের সহধর্মিনী তামান্না নুসরাত বুবলী। পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন তিনি। নির্বাচিত হওয়ার পর থেকেই তৃণমূল পর্যায়ে উন্নয়ন মূলক ও নাগরিক সেবা প্রদানের লক্ষে বিভিন্ন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। এর মধ্যে সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছে অভিযোগ ও পরামর্শ বক্স বিতরণের বিষয়টি।