এর আগে বাজারে থাকা ১৪ ব্র্যান্ডের ১৮টি পাস্তুরিত দুধে ক্ষতিকারক কোন কিছু পাওয়া যায়নি মর্মে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
ঢাবির বিশেষজ্ঞ দল জানায়, বাজারে প্রচলিত ৭ টি পাস্তুতির দুধের নমুনা এবং অপাস্তরিত দুধের ৩টি নমুনা ঢাকা মহনগীরর বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করে বিএসটিআই স্টান্ডার্ড অনুযায়ী পরীক্ষা করা হয়। এতে, উদ্বেগজনক হারে এন্টিবায়োটিক, ফরমালিন ও ডিটারজেন্টের উপস্থিতি পাওয়া যায়।
পাস্তুরিত দুধগুলো হলো- মিল্ক ভিটা, আড়ং, ফার্ম ফ্রেশ, প্রাণ, ঈগলু, ঈগুলু চকোলেট এবং প্রাণ চকলেট।
গবেষণার ফলাফল থেকে জানা যায়, পাস্তুরিত ৭ টি নমুনার সবগুলোতেই মানব চিকিৎসায় ব্যবহৃত এন্টিবায়োটিক লেভোফ্লক্সাসিন, সিপ্রোফ্লাক্সিন এবং ছয়টিতে এজিথ্রোমাইসনের উপস্থিতি পাওয়া গেছে।