মো. হৃদয় খান: নরসিংদীতে পল্লী বিদ্যুৎ এর প্রি-পেইড মিটার বন্ধ এবং অপসারনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নরসিংদী জেলা মানবসেবা সংঘের আয়োজনে ভগীরথপুর চেয়ারম্যান মার্কেটের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা মানবসেবা সংঘের সভাপতি হাফিজুল হাসান সহ সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসীরা।
তারা বলেন, প্রি-পেইড মিটার স্থাপনের ফলে আগের তুলনায় বাড়তি বিদ্যুৎ বিল গুনতে হচ্ছে গ্রাহকদের। অতিরিক্ত মিটার ভাড়া ও পর্যাপ্ত রিচার্জ সুবিধা না থাকায় গ্রাহকদের ভোগান্তি এখন চরমে। সময়মতো রিচার্জ করতে না পারলে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। প্রি-পেইড মিটারের নতুন বিড়ম্বনার কারণে বিদ্যুতের ভোগান্তি বেড়ে চলছে।
মানববন্ধনে বক্তারা প্রিপেইড মিটারের নানা অসংগতি, অনিয়ম ও হয়রানির কথা সবার কাছে তুলে ধরেন। তারা সরকারের কাছে অতিসত্বর এই প্রিপেইড মিটার লাগানো বন্ধের আহ্বান জানান। অন্যথায় ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলেও জানান তাঁরা।