নরসিংদীর আলোকবালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সাদেক হত্যাকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সদর উপজেলা যুবদল। আজ সদর উপজেলা যুবদলের দলীয় প্যাডে আহবায়ক হুমায়ুন কবির রাসেল ও সদস্য সচিব আলী হাসান মুজাহিদ রুবেলের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নরসিংদী সদর উপজেলা যুবদলের আওতাধীন আলোকবালি ইউনিয়নের যুগ্ম আহবায়ক সাদেক মিয়া আজ ভোরে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ত্যাগী ও পরিক্ষিত নেতা ছিলেন।
নরসিংদী সদর উপজেলা যুবদলের আহবায়ক হুমায়ুন কবির রাসেল ও সদস্য সচিব আলী হাসান মুজাহিদ রুবেল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিনারের প্রতি শোক প্রকাশ করেন। অবিলম্বে সাদেক হত্যাকান্ডের সাথে জড়ত সকল আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের জোর দাবি জানান।