নরসিংদীর মনোহরদীর চালাকচর বাজারে কয়েকটি দোকানে চাঁদাবাজি করার সময় মজিবুর রহমান প্রধান (৫৩) ও আব্দুল খালেক (৫৭) নামের ভূয়া সাংবাদিক পরিচয়দান কারী দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় চালাকচর বাজারের কয়েকটি মিষ্টির দোকানে সাংবাদিক পরিচয় দিয়ে দোকানে নানা অনিয়ম দেখিয়ে চাঁদা দাবী করে। অন্যথায় পত্রিকায় রিপোর্ট করে ক্ষতি করার ভয় দেখায়।
এসময় বাজার ব্যাবসায়ীদের সন্দেহ হলে তাদের আইডিকার্ড দেখাতে বলে। এতে তারা কয়েকটি নাম সর্বস্ব অনলাইন পত্রিকার ভূয়া আইডি দেখান। ব্যবসায়ীরা এসকল আইডিকার্ড দেখে তাদের আটক করে বাজার পরিচালনা কমিটির হাতে তুলে দেয়। পরে মনোহরদী থানায় খবর দিলে উপ পরিদর্শক মীর সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। রাতেই চালাকচর বাজারের শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারের মালিক বিশেম্বর মোদক বাদী হয়ে দুজনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ করেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, প্রায় সময়ই এই চক্রের সদস্যরা নরসিংদী হতে সিএনজি যোগে মনোহরদী উপজেলার বিভিন্ন স্থানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করে থাকেন। এর আগেও এই দুইজনসহ আরও কয়েকজন একই কায়দায় চাঁদাবাজি করতে গিয়ে পার্শবর্তী থানায় কয়েকবার আটক হয়েছিলেন।
মনোহরদী থানার উপ পরিদর্শক (এস আই) মীর সোহেল রানা আটকের বিষয়টির সত্যতা শিকার করে বলেন, বাজার কমিটি মাধ্যমে খবর পেয়ে দুজনকে আটক করা হয়েছে। থানায় এনে জিজ্ঞাসাবাদের পর চাঁদা দাবীর বিষয়টি অস্বীকার করলেও সঠিক কোন আইডিকার্ড বা তথ্য দিতে পারেনি। এদের কাছ থেকে একাধিক নাম না জানা পত্রিকা ও অনলাইন পোর্টালের ভূয়া আইডিকার্ড পাওয়া যায়। ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে সত্যতা পেয়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।