মো. হৃদয় খান, নরসিংদী:
নরসিংদীতে তাওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১ অক্টোবর) সাড়ে ১১ টায় নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে জেলা হেযবুত তাওহীদের উদ্যোগে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জেলা হেযবুত তাওহীদের সাংগঠনিক সম্পাদক গোলজান হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় আমির ড. মাহবুব আলম মাহফুজ। আরো উপস্থিত ছিলেন, হেযুবত তাওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা, যুগ্ন নারী সম্পাদক আয়েশা সিদ্দিকা, নারায়নগঞ্জ অঞ্চলের আমির আরিফ উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, নিবারন চন্দ্র রায়, আসাদুল হক পলাশ, হলধত দাস, সফিকুল ইসলাম রিপন প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থা অন্যায়, দুর্নীতি ও মানবিক মূল্যবোধহীনতায় নিমজ্জিত। এর কার্যকর সমাধান ইসলামের পূর্ণাঙ্গ আদর্শ ছাড়া সম্ভব নয়। ইসলাম কেবল ব্যক্তিজীবন নয়, রাষ্ট্র পরিচালনার জন্যও একটি সম্পূর্ণ ব্যবস্থা দিয়েছে। জিহাদের নামে সন্ত্রাস ও জঙ্গীবাদ কর্মকান্ড করা হচ্ছে, এগুলো জিহাদ নয়। ইসলাম প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণভাবে কাজ করাই হচ্ছে জিহাদ। আমরা এমন কার্যকর আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যা আগামীর বাংলাদেশকে করবে সুন্দর। আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।