সিদ্ধিরগঞ্জে ৪৩০ পিস ইয়াবাসহ সাংবাদিক পরিচয়দানকারী একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তারা নাম মো. রাহাত ইসলাম রুবেল (২৮), পিতার নাম আবদুল কাশেম।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড এলাকায় রাতে র্যাব চেকপোস্ট বসিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি চেয়ার কোচে তল্লাশি চালায়। এ সময় ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।
রাহাত ইসলাম রুবেল ‘দৈনিক মাতৃজগত’ পত্রিকায় কর্মরত বলে পরিচয় দিয়েছে। সাধারণ যাত্রী বেশে অভিনব কায়দায় কক্সবাজার থেকে মাদক দ্রব্য এনে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশ এলাকায় সরবরাহ করে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে সাংবাদিকতা তার ছদ্মবেশ মাত্র। মূলত সে একজন ইয়াবা ব্যবসায়ী।
তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধিন বলে জানায় র্যাব।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়