মো: শফিকুল ইসলাম নরসিংদী :
নরসিংদী রায়পুরায় ডাকাতের গুলিতে মোন্তাজ উদ্দিন (৪০) নামে এক গরুব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার চংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মোন্তাজ উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের সাধু মিয়ার ছেলে।
এ সময় চরসুবুদ্ধি গ্রামের আসাদ মিয়া (৩০) ও বাহেরচর গ্রামের মানিক (৩৫) গুলিবিদ্ধ হন।রায়পুরা থানার ওসি মহসিনুল কাদির জানান, ব্রাক্ষণবাড়িয়ার সলিমগঞ্জ বাজারের শনিবার গুরুর হাট বসে। রায়পুরার নিলক্ষাসহ বিভিন্ন উপজেলার ব্যবসায়ীরা সেখানে গরু নিয়ে যান।
শনিবার রাতে ব্যবসায়ীরা নৌকাযোগে নিলক্ষা আসছিল। চরমধুয়া এলাকায় পৌছলে পেছন থেকে একটি স্পিডবোট নিয়ে ডাকাতরা তাদের ধাওয়া করে। জীবন বাঁচাতে তারা চংপাড়া এলাকায় নৌকা ভিড়িয়ে নামতে গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মোন্তাজ।আহত হন আসাদ ও মানিক। তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকায় পাঠানো হয়