মো. হৃদয় খান, নরসিংদী:
নরসিংদী জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম ওসি এমদাদুল হকের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা সহ নরসিংদী মডেল থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবদান রাখায় নরসিংদী জেলা পুলিশ কর্তৃক শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জকে মনোনীত করা হয়।
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত করায় মাননীয় পুলিশ সুপার, নরসিংদী মহোদয়ের প্রতি কৃতজ্ঞাতা ও শ্রদ্ধা জ্ঞ্যাপন করছেন ওসি এমদাদুল হক।