মো. হৃদয় খান: নরসিংদীর শিবপুর উপজেলায় যাত্রীবাহী বাস এনা পরিবহন ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আজ শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার কুন্দলপাড়া একালায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতদের পরিচয় জানা যায়নি।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেট থেকে এনা পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। অপর দিকে পাঁচদোনা ড্রিম হলিডে র্পাক থেকে একটি যাত্রীবাহী লেগুনা রায়পুরা যাচ্ছিল। পথমধ্যে কুন্দালপাড়ায় বাস ও লেগুনার মুখোমুখি সংর্ঘষ হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়