মো: শফিকুল ইসলাম নরসিংদী :
নরসিংদীর মনোহরদী পৌরসভায় ভিজিএফ কার্ডধারীদের মাঝে পোকায় ধরা চাল বিতরণ করে প্রতিবাদের মুখে সেগুলো আবার প্রত্যাহার করা হয়েছে। সে সময় খাদ্য পরিদর্শক ও জেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আজহারকে কিছু সময় অবরুদ্ধ করে রাখা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ভালো মানের চাল এনে কার্ডধারীদের মাঝে বিতরণ করা হয়। গত মঙ্গলবার সকালে মনোহরদী পৌরসভায় এই ঘটনা ঘটে। তবে উপজেলার ১২টি ইউনিয়নে পোকা ধরা চালই সরবরাহ করা হয়। এবার মনোহরদী পৌরসভা ও ১২টি ইউনিয়নে মোট ২৮৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। মঙ্গলবার ১২ ইউনিয়ন ও মনোহরদী পৌরসভায় সেই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
মনোহরদী পৌরসভায় চাল বিতরণের সময় কার্ডধারীরা চালে পোকা দেখতে পেয়ে তা নিতে অস্বীকৃতি জানান। পরে পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন চাল বিতরণ কার্যক্রম বন্ধ করে দেন। তিনি জানান, উপজেলা খাদ্য গুদাম থেকে চাল পাঠানোর পর বস্তা খোলা হলে চালে প্রচুর পোকা পাওয়া যায়।
পরে এসব চাল ফেরত পাঠালে গুদাম কর্তৃপক্ষ ভালো মানের চাল সরবরাহ করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আকবর হোসেন মিয়া ও খাদ্য গুদাম কর্মকর্তা মো. আলী আজহার যোগসাজশে অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে উৎকোচ নিয়ে ওই চাল কেনেন বলে অভিযোগ রয়েছে। মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু জানান, খাদ্য গুদাম কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।